(প্রিয়.কম) আগামী ৮ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ’গেম ওভার’ ছবিটির। এতে
অভিনয় করেছেন পাঞ্জাবি সিনেমার অভিনেত্রী গুরলিন চোপড়া। এই ছবিতে খোলামেলা
চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। জানা গেছে, এই সিনেমায় ২১টি চুমুর
দৃশ্যে অভিনয় করেছেন এই নায়িকা। ইতোমধ্যে বলিউডের নারী সিরিয়াল কিসার উপাধি
পেয়ে গিয়েছেন এই অভিনেত্রী।
‘ইন্ডিয়ান বাবু’ ছবির মাধ্যমে বলিউডে অভিনয় শুরু করেন গুরলিন। এবার
মুক্তি পাচ্ছে তার পরবর্তী ছবি। ‘গেম ওভার’ নামের ওই ছবিতে ২১ টি চুম্বন
দৃশ্যে অভিনয় করেছেন তিনি। আর তার জন্য মোট ১১৫টি রিটেক নিতে হয়েছে তাকে।
অর্থাৎ ছবি জুড়ে যে গুরলিন উষ্ণতা ছড়াবেন, সেটা স্পষ্ট।
সেই ছবি নিয়ে তাই অত্যন্ত উৎসাহী তিনি। এই ছবি তার জন্য গেম চেঞ্জার হতে
পারে বলেই মনে করছেন অভিনেত্রী। তবে এর আগেও একাধিক আকর্ষণীয় চরিত্রে
অভিনয় করেছেন তিনি। তবে ‘গেম ওভার’ ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে দেখা
যাবে তাকে। একটি ছবিতে এতগুলি চুম্বনদৃশ্যে অভিনয় আগে কখনও করেননি কোন
বলিউড অভিনেত্রী। ইমরান হাশমিকে বলিউডের সিরিয়াল কিসার বলা হয়। ইতোমধ্যে
গুরলিনকে নারী সিরিয়াল কিসার উপাধি দিয়ে ফেলেছেন অনেকে।
ছবিটিতে দেখানো হয়েছে, কখনও কখনও সৌন্দর্য কিংবা বুদ্ধি দিয়েও
জীবনযুদ্ধে জয়ী হওয়া যায়। গুরলিন ছাড়াও এই ছবিতে রয়েছেন রাজেশ শর্মা, যশপাল
শর্মা ও রাকেশ বেদী। ছবিটি পরিচালনা করছেন পরেশ বিনোদ্রয় সাভানি।
Subscribe to:
Post Comments (Atom)
প্রতিবাদ সত্ত্বেও চলছে নারীর যৌনাঙ্গচ্ছেদ
সবার জন্য একই ব্লেড কেনিয়ার রিফ্ট গ্রামের এই নারী হাতে থাকা ব্লেডটি দিয়ে ইতোমধ্যে চারজনের যৌনাঙ্গচ্ছেদ করেছেন৷ পোকোট জনগোষ্ঠীর ঐতিহ্...

-
সুস্থ দাম্পত্য জীবনের বড় অস্ত্রই না কি স্বাভাবিক যৌন জীবন। পার্টনারকে খুশি করার রেষে তাই সকলেই ছুটছে। এই সুযোগে ব্যবসা করে মুনাফা অর্...
-
১. দীর্ঘ সময় ধরে ল্যাপটপ, পিসি ব্যবহার বা টেলিভিশন দেখা। ২. মুক্তির পথ না খুঁজে বিষণ্নতা জিইয়ে রাখা। ৩. ঘুমের মধ্যে নাক ডাকা। ৪. খাবার ...
-
এলিজাবিথ গ্রিট্টা হসপিটাল, লন্ডন এর এক গবেষনায় গবেষকগন নারীর যোনীদ্বার/যোনীমুখ এবং যোনীনালীর আকার নিয়ে একটি গবেষনা পরিচালনা করেন। অন...
No comments:
Post a Comment